





#মালবাজার: সোমবার বিকেলে মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের দমকল বিভাগের কার্যালয় থেকে কিছু দূরে ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার হল একটি অজ্ঞাত পরিচয় অপরিণত মৃত নবজাতকশিশুর দেহ। এদিন ওই এলাকায় পাশে থাকা একটি মাঠে শিশুদের দল প্রথমে ওই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে।


শিশুর দেহ পড়ে থাকার খবর চাউর হতেই ভিড় জমে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। এরপরই মৃত শিশুটিকে উদ্ধার করে মাল বাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনের আলোয় এভাবে মৃত শিশুর দেহ ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।










