



#নিউজ বৃত্তান্ত: উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার একসাথে চার থানার আইসি বদল
।চাকুলিয়া,গোয়ালপোখর,চোপড়া ও ইসলামপুর এই চারটি থানার আইসি বদল।চাকুলিয়া থানার আইসি প্রশান্ত চামলিং এর জায়গায় আনা হলো পিনাকি সরকারকে।গোয়ালপোখর থানার আইসি চয়ন ঘোষের জায়গায় আনা হলো ওমর ফারুককে।চোপড়া থানার আইসি হেমন্ত শর্মার জায়গায় আনা হলো সঞ্জয় দাসকে এবং ইসলামপুর থানার আইসি সমীক চট্টোপাধ্যায়ের জায়গায় আনা হলো সন্দীপ চক্রবর্তীকে।বেশ কয়েকদিন আগেই ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছিলো এবার একযোগে ইসলামপুর পুলিশ জেলার চার থানার আইসি বদলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। তবে বিভিন্ন সময় আইন শৃঙ্খলার সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের ফলে রাজনৈতিক যে উত্তাপ বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছিলো ইসলামপুর পুলিশ জেলার এই চার থানায়, তাঁর জেরে চার থানার আইসি বদল বলে মনে করছে রাজনৈতিক মহল।
