News Britant

জাল নথিপত্র বানিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে পিএফের টাকা হাপিশ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: নাম এতোয়া অসুর। এখনো চাবাগানের অফিসে বহাল তবিয়তে কাজ করছেন। এহেন জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট বানিয়ে তার প্রবিডেন্ট ফান্ডের সঞ্চিত অর্থ হাপিশ করে দিয়েছে এক দালাল চক্র। একজন নয়, এরকম ৫ জনকে পাওয়া গেছে যারা এখনো জীবিত অথচ তাদের মৃত দেখিয়ে তাদের প্রবিডেন্ট ফান্ডের টাকা হাপিশ হয়ে গেছে।
মারাত্মক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভারত -ভুটান সীমান্তে অবস্থিত কেরন চাবাগানে। এনিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শ্রমিক নেতা সঞ্জয় কুজুর। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভারত -ভুটান সীমান্তে রয়েছে শতাব্দী প্রাচীন কেরন চাবাগান। অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও  গত বেশ কিছু বছর ধরে চাবাগানটি রুগ্ন হিসাবে পরিচিত।
এই চাবাগানে রয়েছে বেশ কিছু অসুর সম্প্রদায়ের পরিবার। প্রবিডেন্ট ফান্ডের টাকা হপিশের ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সঞ্জয় বাবু এই চাবাগানে আসেন। শ্রমিকদের সাথে নিয়ে চা বাগানের ম্যানেজারের সঙ্গে দেখা করেন। কিভাবে এই ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা চান। পরে সঞ্জয় বাবু বলেন এই চাবাগানে বেশ কিছু এখনো জীবিত রয়েছেন। অথচ তাদের মৃত  দেখিয়ে তাদের পিএফের টাকা হাপিশ হয়ে গেছে।
হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। পঞ্চায়েত থেকে মৃত বলে শংসা পত্র দেওয়া হয়েছে। এভাবেই সুপরিকল্পিত ভাবে দালাল চক্র শ্রমিকদের সারা জীবনের সঞ্চিত অর্থ হাপিশ করে দিয়েছে। আমরা ম্যানেজারকে বলেছি। অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা থানায় অভিযোগ করবো। প্রয়োজন হলে আন্দোলনে নামব।
প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের চাবাগান গুলিতে এক শ্রেণির দালাল চক্র যথেষ্ট সক্রিয়। এর আগেও বিভিন্ন সময়ে দেখা জাল নথি তৈরি করে শ্রমিকদের প্রবিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ করার ঘটনা ঘটেছে।

Leave a Comment

Also Read