





#ইসলামপুর: হঠাৎই পুলিশ বিভাগে রদবদল। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানা গুলিতে পুলিশ আধিকারিক পদে গতকালই রদবদল ঘটিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ। একই ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার অধীনেও। ইসলামপুর পুলিশ জেলার অধীনে গোয়াল পুকুরের সার্কেল ইন্সপেক্টর এর দায়িত্বে এতদিন ছিলেন সঞ্জয় দাস। তাকে পাঠানো হলো চোপড়া থানার আইসি পদে।


অন্যদিকে এতদিন চোপড়া থানার আইসি পদে ছিলেন হেমন্ত শর্মা ।তাকে পাঠানো হলো বাঁকুড়ার পুলিশ আধিকারিক হিসেবে। ইসলামপুর পুলিশ জেলার অধীনে ডি আই বি ইন্সপেক্টর পদে ছিলেন পিনাকী সরকার। বর্তমানে তাকে পাঠানো হলো চাকুলিয়া থানার আইসি পদে। অন্যদিকে এতদিন চাকুলিয়া থানার আইসি ছিলেন প্রশান্ত চামলিং। তাকে শিলিগুড়ির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পাঠানো হলো।


শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তীকে পাঠানো হলো ইসলামপুর থানার আইসি পদে। উল্লেখ্য, সন্দীপবাবু এর আগে দীর্ঘদিন ইসলামপুর থানার সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাই তিনি তার পুরনো কাজের জায়গাতেই উচ্চ পদে আসীন হচ্ছেন। সমস্ত কাগজপত্রের কাজ শেষ হলে আগামীকাল সম্ভবত তিনি ইসলামপুর থানায় আইসি পদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।

অন্যদিকে ইসলামপুর থানার বর্তমান আইসি শমীক চট্টোপাধ্যায় কে পাঠানো হলো পূর্ব বর্ধমানের কোর্ট ইন্সপেক্টর পদে। গোয়ালপুকুর থানার আইসি চয়ন ঘোষকে পাঠানো হলো পশ্চিম মেদিনীপুরের পুলিশ ইন্সপেক্টর ডিআইবি পদে। এটি রুটিন মাফিক বদলি বলেই স্বরাষ্ট্র বিভাগ সূত্রের খবর।







