



#ইসলামপুর: এলাকার একমাত্র প্রধান রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্যদিন হোঁচট খাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। কিন্তু তারপরেও হুশ নেই প্রশাসনের। ঘটনাস্থল ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আম বাগান কলোনি এলাকা। এই এলাকার অধীন পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তাটি দীর্ঘদিন থেকে খারাপ। রাস্তার মাঝেমধ্যে তৈরি হয়েছে খানাখন্দ।
এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষর সাথে আজ করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে চরম বিক পেতে হয় তাদের। ঘটে যায় দুর্ঘটনাও। স্থানীয় মানুষজন বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। এরপর এই রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ ও নেওয়া হয়। রাস্তার পাশে ফেলা হয় নির্মাণ সামগ্রী। কিন্তু ওখানেই শেষ রাস্তায় এখনো কাজে হাত দেওয়া হয়নি। যার জেনে বিজয় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ।
তারা বলছেন দীর্ঘদিন থেকে হচ্ছে হবে এমনটাই চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে এই এলাকার মানুষকে। অবিলম্বেই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর প্রতিনিধি সঞ্জয় দত্তের সাথে।
তিনি জানান এই রাস্তার কাজের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু এলাকার কিছু মানুষ ঠিকাদারকে হেনস্থা করায় ঠিকাদার কাজে আপত্তি জানিয়েছে। যার জেরে এই কাজে বিলম্ব হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
