





#ইসলামপুর: হজযাত্রীদের সংবর্ধনার মাধ্যম দিয়ে হজের পথে রওনা করালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ সুন্নি হুজাজ ওয়েলফেয়ার সোসাইটি। এইদিন রামগঞ্জ এলাকার একাধিক হজযাত্রীদের সংবর্ধনার মাধ্যমে হজযাত্রায় রওনা করালেন তারা। এই সমাজসেবী সংগঠনের সম্পাদক ইমামুদ্দিন ও সভাপতি দিল মহম্মদ জানান, আমরা প্রত্যেক বছর হজে যাওয়ার প্রশিক্ষণ শিবির এর আয়োজন করি।


আর এই দিন প্রশিক্ষণপ্রাপ্ত হজ যাত্রীদের হজে পাঠানো হলো। সহযোগিতায় ছিলেন রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা, আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান সকল যাত্রীদের হজযাত্রা শুভ হোক ও তাদেরকে মোবারকবাদ জানাই এবং তিনি বলেন এলাকা থেকে ৭০ জন হাজী হজের জন্য যাবেন আর আজ প্রায় ২৫ থেকে ৩০ জন হজ যাত্রী যাচ্ছেন।


সংবর্ধনার মাধ্যম দিয়ে হজের পথে রওনা করালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ সুন্নি হুজাজ ওয়েলফেয়ার সোসাইটি। এইদিন রামগঞ্জ এলাকার একাধিক হজযাত্রীদের সংবর্ধনার মাধ্যমে হজযাত্রায় রওনা করালেন তারা। এই সমাজসেবী সংগঠনের সম্পাদক ইমামুদ্দিন ও সভাপতি দিল মহম্মদ জানান, আমরা প্রত্যেক বছর হজে যাওয়ার প্রশিক্ষণ শিবির এর আয়োজন করি। আর এই দিন প্রশিক্ষণপ্রাপ্ত হজ যাত্রীদের হজে পাঠানো হলো।

সহযোগিতায় ছিলেন রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা, আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান সকল যাত্রীদের হজযাত্রা শুভ হোক ও তাদেরকে মোবারকবাদ জানাই এবং তিনি বলেন এলাকা থেকে ৭০ জন হাজী হজের জন্য যাবেন আর আজ প্রায় ২৫ থেকে ৩০ জন হজ যাত্রী যাচ্ছেন।







