





#ইসলামপুর: আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে উচ্চ মাধ্যমিকে জয়জয়কার উত্তর দিনাজপুর জেলার। উত্তর দিনাজপুর জেলার কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা এবারে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আবুর সাফল্যে উচ্ছসিত বিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্ররা।


ছেলের সাফল্যে খুশী বাবা জাহিরুদ্দিন সহ পরিবারের লকজন। আবু রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্বল করেছে। সে যাতে মানুষের মত মানুষ হতে পারে এই কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা।


কঠোর অধ্যাবসায়ের জেরে এই সাফল্য এসেছে। এই সাফল্যের জন্য বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আবু। এদিন এই কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানান সকলেই। ভবিষ্যতে তার বিপুল সাফল্য কামনা করছেন প্রত্যেকেই।








