News Britant

উচ্চ মাধ্যমিকে নবম হয়ে ইসলামপুরকে রাজ্যের মানচিত্রে পৌঁছে দিলো প্রত্যুষা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাজ্যের মানচিত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ইসলামপুরকে নিয়ে এলো রাজ্যের মানচিত্রে। এই খবরে রীতিমতন উচ্ছ্বাস এলাকা জুড়ে। ওই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যুষা দাম ৪৮৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করেছে।
এই খবরে রীতিমতন খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার। খবর পেয়েই প্রত্যুষার বাড়িতে পৌঁছান এলাকার কাউন্সিলর অর্পিতা দত্ত ।তিনি রীতিমতন অভিভূত এই ফলাফলে। তার ওয়ার্ড গর্বিত এই মেয়ের জন্য। বড় হয়ে বাবা এবং ঠাকুরদার মতন শিক্ষকতার পেশাকেই বেছে নিতে চায় ওই কৃতি পড়ুয়া।
আর তাই আপাতত অনার্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী সে। এই ফলাফল প্রকাশের পর চলে ওর বাড়িতে মিষ্টি মুখের পালা। এত ভালো ফলাফল যে করবে ওই মেয়ে তার কোন ধারনাই ছিল না। প্রত্যুষার স্বপ্ন ছিল বিদ্যালয়ে প্রথম হওয়ার কিন্তু সেই স্বপ্ন যে ওকে রাজ্য পর্যন্ত পৌঁছে দেবে এ ভাবনা ছিল না ওর। ওর এহেন সাফল্যে ওর বাবা প্রদীপ দাম এবং মা সুতপা দাম রীতিমতন খুশি।

Leave a Comment