





#ইসলামপুর: ইসলামপুরের মুকুটে নতুন পালক। এবারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অধীনে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকায়। এবিষয়প ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের জেরে পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পাবে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ শুরু হয়েছে। এর ফলে গ্রামের মানুষের ফেলে দেওয়া দু ধরনের নোংরা একটি পচনশীল একটি অপচনশীল দুটি পৃথক করে তা থেকে জৈব সার তৈরি করা হবে।সেই সার আবার কৃষকদের চাষের কাজে ব্যবহৃত করা হবে। এর ফলে এইখানে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের।










