News Britant

ভোট আসতেই চেল নদীর সেতুর দাবীতে সরব স্থানীয়রা, ভোট বয়কটের ডাক পদ্মশ্রীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: পঞ্চায়েত ভোট সমাগত। ভোট আসতেই বিভিন্ন এলাকায় রাস্তা, পানীয়জল সহ নানান দাবীতে সরব হয়ে ওঠে সমস্যা জর্জরিত মানুষ। এই রকম ভাবে চেল নদীর সেতুর দাবীতে সরব হয়ে উঠেছে মাল ও ক্রান্তি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। এই দাবীতে নুর নবীউল ইসলাম নামের এক যুবক শুরু করেছেন পদযাত্রা। সেতু না হলে মানুষ ভোট বয়কটের কথা ভাবতে পারেন বলে জানিয়েছেন পদ্মশ্রী করিমুল হক।
ডুয়ার্সের মাল ও ক্রান্তি ব্লকের মধ্যে দিয়ে বয়ে গেছে চেল নদী। শীতে হাটু জল থাকলেও বর্ষায় উত্তাল হয়ে ওঠে। সাবেক কাল থেকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা সহ বিভিন্ন কাজের জন্য ক্রান্তি এলাকার মানুষদের মালবাজার শহরে আসতে হয়।পাশাপাশি মাল এলাকার মানুষকে যেতে হয় ক্রান্তি।সেই সাবেক কাল থেকে ক্রান্তি এলাকার মানুষজন কাঠামবাড়ি, ওদলাবাড়ি, ডামডিম হয়ে প্রায় ৩৮ কিমি ঘুরে মালবাজার শহরে আসতে হয়। কুমলাই গ্রাম এলাকায় চেল নদীর উপর সেতু তৈরি হলে মাল ও ক্রান্তির দুরত্ব দাঁড়াবে ১৬ কিমি।
পাশাপাশি আপালচাঁদ বনাঞ্চল এড়িয়ে যাতায়াত সম্ভব হবে। এজন্য প্রায় সারে তিন দশক থেকে কুমলাই গ্রাম পঞ্চায়েত এক সেতুর দাবীতে সরব লক্ষাধিক মানুষ। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেন কিন্তু, কাজ হয় না। এজন্য সেতুর দাবি নিয়ে পদযাত্রা শুরু করেছেন কাঠালগুড়ির যুবক নবিউল ইসলাম। তার পাশে দাড়িয়েছেন পদ্মশ্রী বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। নবীউলের পযাত্রার গন্তব্য নেতা দের বাড়ি।সেখানে সেতুর দাবি তুলে ধরা।
মঙ্গলবার কাঠালগুড়ি থেকে চেল নদী পেরিয়ে পদযাত্রা করে নবিউল এসে পৌছান রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইকের বাড়িতে। মন্ত্রী বাড়ি না থাকায় নবীউল তার দাবি স্মারক জমা দিয়ে বুধবার আবার যাত্রা শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির উদ্দেশ্যে। এভাবেই তিনি যাবেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক সহ বিভিন্ন বিধায়ক ও সাংসদদের বাড়ি। তার বিনম্র দাবি “চেল নদীর সেতু চাই”।
নবীউলের যাত্রার সুচনা কালে তার পাশে দাড়িয়ে পদ্মশ্রী করিমুল হক বলেন, “এখানে সেতুর দাবি বহু পুরানো। রাতে রোগী নিয়ে মালে যাওয়া রীতিমতো কষ্টকর। বনের রাস্তায় আমি নিজে কয়েকবার হাতির সামনে পড়েছি। এবার যদি কেন্দ্র বা রাজ্য সরকার এই সেতুর কথা না ভাবে তবে আগামী দিনে মানুষ ভোট বয়কট করার কথা ভাবতে পারে। এখানে সেতু হলে যোগাযোগ ভালো হবে শুধু নয়, দুই ব্লকের আর্থ সামাজিক অবস্থানের বিকাশ ঘটবে।

Leave a Comment

Also Read