News Britant

রাস্তা, বাধ ও পানীয়জলের দাবি জানিয়ে বিডিওকে স্মারক লিপি প্রদান স্থানীয়দের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: রাস্তা, বাধ ও পানীয়জলের দাবি নিয়ে মাল বিডিও’য়ের কাছে স্মারক লিপি ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের শাওগাও ও লিসরিভারের মানুষ। বুধবার দুপুর ১২ টা নাগাদ শাওগাও এবং লিস রিভার চাবাগান এলাকার কিছু মানুষ মাল বিডিও অফিসে এসে বিডিও শুভজিত দাশগুপ্তের সঙ্গে দেখা করে তার হাতে দাবী পত্র তুলে দেন।
বিডিও অফিস থেকে বেরিয়ে প্রতিনিধি দলের নেতা পুরন লোহার বলেন, আমাদের লিসরিভার ও শাওগাও এলাকায় মেজর তিনটি সমস্যা রয়েছে। জাতীয় সরকের দক্ষিণ দিকে সোনালী, লিসরিভার চাবাগান সহ শাওগাও বস্তি রয়েছে। এখানে রয়েছে সেনাবাহিনীর চাঁদমারি। নিয়মিত মানুষ ও যানবাহন চলাচল করে। সম্পুর্ন ৭ কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে রয়েছে। আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার করে নবরুপ দেওয়া হোক।
পাশাপাশি এই এলাকার দুই দিকে লিস ও ঘিস নদী রয়েছে। প্রতি বছর বর্ষার সময় শ্রমিক মহল্লা ও চাবাগানের আবাদি এলাকায় ক্ষতি করে। দুটি বাঁধ নির্মানের দাবী করেছি। এছাড়া পানীয়জলের ব্যবস্থা থাকলেও সর্বত্র স্বাভাবিক নয়। সর্বত্র পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার দাবী করেছি। এনিয়ে মালের বিডিও শুভজিত দাশগুপ্ত বলেন, বিষয় গুলি নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যা গুলি উপর মহলে জানান হবে।

Leave a Comment