News Britant

করনদীঘিতে লরি চালক খুনের কিনারা করল পুলিশ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: করনদীঘির জাতীয় সড়কে লরিচালক খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার তাকে ইসলামপুর অাদালতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ মে করনদীঘি থানার ক্ষেত্রাবাড়ী জাতীয় সড়কে দাড়িয়ে থাকা লরি থেকে ইন্দ্রজিৎ পালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ী আলিপুরদুয়ার জেলার সোনাপুরে।

মৃতদেহটি চালকের আসনে বসানো ছিল ও বুকে গভীর ক্ষত ছিল। তা থেকেই গুলি করে লরিচালককে খুন করা হয়েছে বলে, অনুমান করে পুলিশ। তদন্ত শুরু করে করনদীঘি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় মৃত লরিচালকের বন্ধু মদন রায়কে। করনদীঘি পুলিশ জানিয়েছে, খুন হওয়া ইন্দ্রজিৎ পাল ও খুনী মদন রায় দুজনের খুব বন্ধুত্ব ছিল। দুজনেই শিলিগুড়িতে থেকে ঠান্ডাপানীয়ের গাড়ী চালাতো।

মদন রায়ের বাড়ী কালিয়াগঞ্জ থানার ভুইহার গ্রামে। বন্ধুত্বের সূত্র ধরে অবিবাহিত ইন্দ্রজিৎ পাল মদন রায়ের বাড়ীতে যাতায়াত করতো। কিন্তু কোন কারনে তাদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা বাধে। সেই আক্রোশ থেকেই পরিকল্পনা করে গুলি করে বন্ধুকে হত্যা করে মদন রায়। খুনে ব্যবহৃত বন্ধুকটিও উদ্ধার করেছে পুলিশ।

Leave a Comment

Also Read