News Britant

বেআইনি ভাবে রাস্তার ম্যাট্রিক্সের কাজে ব্যবহার হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ওদলাবাড়ির পর, বাগ্রাকোট এলাকায় আইন কে অমান্য করে চলছে ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে চলছে ম্যাট্রিক্স রাস্তার কাজ। নির্বিকার প্রশাসন ও গ্যাস সরবরাহ সংস্থা অবাধে দিয়ে যাচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। উল্লেখ্য কিছুদিন আগে ওদলাবাড়িতে এই ভাবে ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে রাস্তা তৈরির কাজ হচ্ছিলো।
সেই খবর সম্প্রচারিত হওয়ার পর, ঠিকাদার সংস্থা ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে রাস্তার কাজ করা বন্ধ করে দেয়।  কিন্তু দুদিন যেতে না যেতেই একই ছবি দেখা গেলো বাগ্রাকোট এলাকায়। এখানেও ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে, জাতীয় সড়কের কাজ হচ্ছে। সাংবাদিকদের ক্যামেরা দেখা মাত্রই ডোমেষ্টিক সিলিন্ডাটি ঢেকে দেয় ঠিকাদার সংস্থার কর্মিরা।
তাদের যুক্তি ক্যাম্পেই রান্নার কাজে ব্যাবহার হয় এটি। যেহেতু অল্প গ্যাস ছিলো সেইজন্য এটা ব্যাবহার করছে। ঠিকাদার মতিউর শেক জানান, গ্যাস শেষ হয়ে গিয়েছিল তাই রান্নার গ্যাস নিয়ে এসেছি। বর্ষায় কাজ শেষ না হলে সমস্যা হতো। তবে তাদের এই যুক্তি কোন কাজে আসেনি। ক্যামেরার সামনে  দিব্বি ডোমেষ্টিক গ্যাস জ্বালিয়েই কাজ করে যাচ্ছে ঠিকাদার সংস্থার কর্মিরা৷
অবিলম্বে প্রশাসনের ব্যাবস্থা নেওয়া দরকার বলে স্থানিয়দের দাবি না হলে রান্নার গ্যাসের সংকট তৈরি হতে পারে। আরও জানাগেছে, ডুয়ার্সের চালসা, নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় জাতীয় সরকে ম্যাট্রিক্স প্রলেপ দেওয়া চলছে। সেই কাজে ব্যবহার হচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার।

Leave a Comment

Also Read