





#ইসলামপুর: ইসলামপুরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টি। সন্ধ্যার পর থেকেই মেঘলা আকাশ ছিল।রাতে শুরু হয় ব্যাপক ঝড়বৃষ্টি। ঝড়ে একাধিক জায়গায় রাস্তার উপর গাছ পড়ে বিপত্তি। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে।


খবর পেয়ে গাছ সরানোর কাজে নামে ইসলামপুর থানার ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনী।অন্যদিকে ইসলামপুরের কলেজ মোড় এলাকায় রাজ্য সড়কের উপর গাছ পড়ে চাপা পরল বাইক।অল্পের জন্য রক্ষা পেল বাইক চলক।










