News Britant

হাতির আক্রমণে ভাঙলো বাড়ি, দেওয়াল ভেঙে পড়ে জখম মহিলা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: রাতের অন্ধকারে হাতির আক্রমণে ভাঙা পড়ল বাড়ি। দেওয়াল ভেঙে পড়ে জখম হলো এক মহিলা। জখম মহিলার নাম ঝালো ভোক্তা।  ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি বস্তিতে। জানাগেছে, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ পাশের গরুমারা বনাঞ্চল থেকে এক বুনো হাতি খয়েরবাড়ি বস্তিতে হামলা চালায়।
দেবী তামাং, ফ্রান্সিস কিস্কু, বিনোদ ওঁরাও, মোতালেব আলি ও ঝালো ভোক্তার বাড়ির দেওয়াল ভেঙে দেয়। পরে স্থানীয়দের চিৎকারে বনের হাতি ফিরে যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দা দেবী তামাং বলেন, রাতে আমার স্বামী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে যায়।সেই সময় ছেলেরা হাতি হাতি বলে চিৎকার করে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই দেওয়াল ভেঙে দেয়।
পরে ওদিকে ঝালো ভোক্তার বাড়ির দেওয়াল ভেঙে দেয়। সেই সময় সে বাচ্চা নিয়ে শুয়েছিল। দেওয়াল চাপা পড়ে জখম হয়। স্থানীয়রা তাকে রাতের বেলা হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে বনকর্মীরা হাসপাতালে আসে। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবার গুলি যেন ক্ষতিপূরণ পায়। এই ঘটনায় খয়েরবাড়ি এলাকায় আতংক তৈরি হয়েছে।

Leave a Comment