



#নিউজ বৃত্তান্তঃ চীনা মোবাইল কোম্পানী ভিভো চলে যাওয়ার পর আইপিএলের টাইটেল স্পন্সর কে হবে তার দিকে তাকিয়ে ছিলো সবাই। অবশেষে আইপিএল পেয়ে গেল টাইটেল স্পন্সর। ড্রিম ১১ হল ২০২০ আইপিএলের টাইটেল স্পন্সর।২২২ কোটির বিডে জিতে নিলো এই স্পন্সরশিপ। আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম ১১ এর প্রতিদ্বন্দ্বিতায় ছিল টাটা সন্স,বাইজুস এবং আনঅ্যাকাডেমি। বিডে দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে আনঅ্যাকাডেমির ২১০ কোটি টাকা ৷ এরপর ছিল টাটা সন্স ১৮০ কোটি টাকা এবং বাইজুস এর দর ১২৫ কোটি টাকা৷
