



#রায়গঞ্জঃ করোনার এই ভয়ানক পরিস্থিতে দিনরাত খেটে চলা কোভিড যোদ্ধা অর্থাৎ সাফাই কর্মীরা কর্মবিরতির ডাক দিলেন। এদিন প্রাপ্য সুবিধা ও কিছু দাবি নিয়ে তারা সরব হন। তারা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো প্রশাসনকে জানিয়ে আসছিলেন কিন্তু প্রশাসন সেব্যাপারে সদর্থক ভূমিকা না নেওয়ায় তাদের এই কর্মবিরতির ডাক। যদিও আগেই ১০ আগষ্ট থেকে সরকারী অফিসগুলোতে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু করেছে হরিজন সমতি। আজ থেকে হাসপাতাল এমনি হাসপাতালের মর্গেও সাফাই পরিষেবা বন্ধ। যার জেরে হাসপাতজুড়ে সাফাই ব্যবস্থা একপ্রকার ভেঙে পড়েছে।
