



#মালবাজারঃ আবারও ডুয়ার্সের মেটেলি ব্লকে ভাঙন দেখা দিল বিজেপি শিবিরে। সোমবার সন্দ্যায় ইন্ডং চাবাগানের ত্রিপল লাইন শ্রমিক বস্তি এলাকায় স্থানীয় বিজেপি নেতা দিনেশ মুন্ডার নেতৃত্বে ২৫ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলের মেটেলি ব্লক সভাপতি আশীষ কুন্ডু। আগামী নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন বাড়াচ্ছে। কয়েকদিন আগে জুরন্তি চাবাগানে ৬৩ টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়।
