



#রায়গঞ্জঃ বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ধৃত মাবুদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আবার চারদিনের সি আই ডি হেফাজতে নিল। গত ১০ আগষ্ট মালদা থেকে মাবুদ আলীকে গ্রেপ্তার করেছে সি আই ডি।আদালত মাবুদ আলীকে আটদিনের সি আই ডি হেফাজতে দিয়েছিল। আজ পূনরায় তাকে আদালতে পেশ করেছিল সি আই ডি। তদন্তের স্বার্থে আদালতের কাছে চারদিনের সি আই ডি হেফসজতে নেবার আবেদন জানালে রায়গঞ্জ আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করে। আদালত থেকে বেরিয়ে যাবার সময় ধৃত মাবুদ আলী দাবি করে সে নির্দোষ।
