



#উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: রাজ্য নেতৃত্ব এবং জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর নেতৃত্বে মঙ্গলবার ময়নাগুড়ি থানা ঘেরাও এবং ধিক্কার মিছিলকে ঘিরে উত্তাল হয়ে ওঠে ময়নাগুড়ি, এদিনের এই ধিক্কার মিছিলের পুরভাগে ছিলেন রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু, জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামী, ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম থেকে এদিন সয়ে সয়ে বিজেপি কর্মী সমর্থকেরা যোগ দেয় এই ধিক্কার মিছিলে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার বিজেপি দলের সভাপতি বাপী গোস্বামী বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ কে ব্যাবহার করে, তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বিজেপি কর্মী সমর্থকদের একদিকে যেমন খুন করেছে তার পাশাপাশি ঘর বাড়িতে অগ্নিসংযোগ করে চলেছে, এরই প্রতিবাদে এই ধিক্কার মিছিল, তিনি আরো বলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে শুধু পুলিশ কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ জনতা।
