



#নিউজ বৃত্তান্তঃ নতুন করে রাজ্যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বুধবার এই নিম্নচাপ অতি সক্রিয় হবে। এর ফলে বুধবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে ভারী বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মূলত নিম্নচাপটি পশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে।ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ জঙ্গলমহলের এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।আগামী ৭২ ঘন্টা সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
