



নিউজ বৃত্তান্তঃ এসবিআই ব্যাঙ্কে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের আর ন্যূনতম ব্যালেন্স রাখার বাড়তি চাপ রইল না। তাই এখন থেকে গ্রাহকদের নূন্যতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানাও দিতে হবে না। এছাড়া এসএমএস বাবদ যে চার্জ ব্যাঙ্ককে দিতে হত তাও এখন আর লাগবে না।
মঙ্গলবার এই সুখবর ব্যাঙ্কের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়। এর আগের নিয়ম অনুযায়ী মেট্রো শহর ও শহরাঞ্চলে ৩ হাজার টাকার মত না রাখলে জরিমানা দিতে হত এছাড়া উপশহরাঞ্চলে ২ হাজার টাকা এবং গ্রামীণ এলাকার শাখাগুলোতে অ্যাকাউন্টে ১ হাজার টাকা মাসিক গড় ব্যালান্স না রাখলে জরিমানা দিতে হত।
