



#নিউজ বৃত্তান্তঃ বিগত ১০ আগষ্ট মাথায় চোট পেয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দিল্লির ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি।পরে প্রণব বাবুর করোনাও ধরা পড়ে এবং শারীরিক অবস্থার অবনতির জন্য ভেন্টিলেশনে রাখা হয়।এই অবস্থায় এদিন তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে যা উদ্বেগের। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে এই হাসাপাতালে চিকিৎসাধীন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
