News Britant

স্কুটি নিয়ে জনসংযোগে লকেট চট্টোপাধ্যায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#বিশ্বজিৎ মন্ডল, হুগলিঃ স্কুটি চালিয়ে জনসংযোগ যাত্রায় হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ‍্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ যাত্রার পাশাপাশি কর্মীদের নিয়ে গোপন বৈঠকও করেন ।গতকাল সিঙ্গুরের আনন্দ নগরে কেন্দ্রীয় সরকারের কৃষি সুরক্ষা আইন নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করার পর, আজ সকাল থেকে তিনি সিঙ্গুরের কাঁপাসহাঁড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের উগারদহ থেকে বাইক মিছিল করেন।

তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পরে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন গ্রামের লজে। দুপুরে আরো দুটি কর্মীসভা করে হোড়পুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যান্নভোজ করে, রাতে ধনেখালিতে রাত্রীবাস করবেন। লকেট চট্টোপাধ্যায় বলেন, সিঙ্গুর থেকেই পদ্ম ফোঁটা শুরু হবে।

পাশাপাশি শুভেন্দু প্রসঙ্গে বলেন, তৃণমূলে গোষ্ঠী কোন্দলে সকলেই পদ ছেড়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ধরে রাখতে পারছেন না। আগামীদিনে যাঁরা মানুষের সঙ্গে কাজ করতে চান, তাঁদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা হয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment