



#কলকাতাঃ বাউল সংগীতের দুই মুখকে দলে নিল তৃণমূল। বুধবার তৃণমূলের রাজ্য সদর দফতরে রাজ্যের শাসক দলে নাম লেখালেন বাউলশিল্পী কার্তিক দাস। বাংলার এই বাউলশিল্পী নিজে পদশ্রী পেয়েছেন। এছাড়াও লক্ষন দাস বাউলও তৃণমূলে যোগদান করেছেন। তাদের হাতে তৃণমূল ভবনে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেকও ব্রায়েন।
দলে যোদগান করিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি বোঝেনা। দিল্লি দিয়ে বাঙালিকে বোঝাসম্ভব নয়। বাংলার সংস্কৃতিকে ধ্বংসের মুখে নিয়ে যাছে বিজেপি। তাই সমাজের বিভিন্ন পেশার মানুষ এখন তৃণমূলের দিকে ঝুকছেন। শুধুমাত্র বাংলা ও তার সংস্কৃতিকে রক্ষা করার জন্য বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
