



#রায়গঞ্জঃ গতকালই মন্ত্রীত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। যার জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে এর মধ্যেই রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল “আমরা দাদার অনুগামী” লেখা। রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় এই পোস্টার দেখা যায়।
এর আগে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় এইধরনের পোস্টার দেখা গিয়েছিলো কিন্তু রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর নামে এই প্রথম পোস্টার পড়ল। শুভেন্দু অধিকারীর পোস্টারের পাশেই বিজেপির পোস্টারও দেখা যাচ্ছে যা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
এই ব্যাপারে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি তবে তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভায় উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভাতেই তৃণমূল জিতবে। বর্তমানে শুভেন্দু অধিকারী তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুকে দলে রাখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল, অন্যদিকে শুভেন্দু মন্ত্রীত্ব ছাড়াই উৎসব শুরু হয়েছে বিজেপিতে।
