



মালবাজারঃ বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বিভিন্ন জনপদগুলির রাস্তা ঘাট হাটবাজার সবই সুনসান ছিল। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ডুয়ার্সের মালবাজার, মেটেলি, চালসা নাগরাকাটা, ওদলাবাড়ি সহ বিভিন্ন এলাকার দোকানপাট খোলেনি। হাটবাজার বসেনি। রাস্তায় লোকজনের উপস্থিতি ছিল সামান্য।
জাতীয় সড়কে কিছু ছোট গাড়ি চলাচল করলেও বাস, টোটো, যাত্রীবাহী ম্যাজিক কিছুই চলাচল করতে দেখা যায় নি। পূর্ব ঘোষণা থাকায় মানুষজন সবাই নিজেকে বাড়িতে গুটিয়ে নিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় নি। এদিন লকডাউন কার্যকর করতে সকাল থেকে মালবাজার শহরে মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের রুট মার্চ ও টহল দেখা গেছে। ওদলাবাড়ি, চালসা, মেটেলি ও নাগরাকাটা সহ বিভিন্ন জায়গায় পুলিশের টহল ও রুটমার্চ দেখা গেছে।
