



#মালবাজারঃ বনের বাইসন মেরে তার মাংস খাওয়া ও কাচা মাংস বাড়িতে রাখার অভিযোগে বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তিকে আটক করল বনকর্মীরা। বাকিদের খোঁজ চলছে। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের গরুমারা বনাঞ্চল সংলগ্ন টিলাবাড়ি এলাকায়। ধৃতের নাম সোমরা মুন্ডা। বাড়ি টিলাবাড়িতে। বনদপ্তর থেকে জানাগেছে, বুধবার রাতে টলাবাড়ি এলাকার কয়েকজন এক বাইসনকে হত্যা করে। পরে তার মাংস রান্না করে খায়।
অতিরিক্ত কাচা মাংস রেখে দেয়। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বনকর্মীরা দিনভর টিলাবাড়ি এলাকায় তাল্লাসি চালায়। সোমরা মুন্ডার বাড়ি থেকে কাচা ও রান্না করা মাংস পায়। তারপর তাকে আটক করে। সোমরার সাথে থাকা অন্যান্যদের খোঁজে তাল্লাসি শুরু করেছে বনকর্মীরা। এই ঘটনায় অত্যন্ত ব্যথিত ডুয়ার্সের একাধিক পরিবেশ প্রেমী। এক বনাধিকারিক জানান, আমরা বাকিদের খোঁজ করছি।
