News Britant

Tuesday, September 27, 2022

সিএসকে টিমে যোগ দিলেন না হরভজন সিং

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ আইপিএল এর দামামা বেজে গিয়েছি। একএক করে প্রত্যেক দল দুবাই উড়ে যাওয়া প্রস্তুতি নিচ্ছে। চেন্নাই সুপার কিংসও প্রস্তুতি শিবিরে সময় কাটাচ্ছে। ধোনি, রায়না সবাই প্র্যাকটিসে যোগ দিলেও তারকা প্লেয়ার হরভজন সিং এখনও যোগ দেননি এমনকি দলের সাথে আমিরশাহিও যাচ্ছেন না। জানা গিয়েছে  তাঁর মা অসুস্থ, তাই সপ্তাহ দুয়েক পরে দুবাইয়ের টিমের সঙ্গে যোগ দেবেন। এছাড়া রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুরও চিপকের প্রস্তুতি শিবিরে ছিলেন না।২০১৮ হরভজনকে চেন্নাই ২ কোটি টাকার বিনিময়ে কিনেছিলো।

 

News Britant
Author: News Britant

Leave a Comment