



#নিউজ ডেস্ক: দেশজুড়ে আনলকিং প্রক্রিয়া শুরু হয়ে গেলেও। এখনো বন্ধ রেল এবং মেট্রোরেল পরিষেবা। ইতিমধ্যেই গণপরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা কিভাবে সচল করা যায় সেব্যাপার ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। লকডাউনের পর থেকে ট্রেন ও মেট্রো চলাচল প্রায় বন্ধ বলাই চলে। বিশেষ প্রয়োজনে স্পেশাল কিছু ট্রেন চললেও রেল পরিসেবা স্বাভাবিক কবে হবে সেব্যাপারেও স্পষ্ট কিছু বলতে পারছেনা রেলমন্ত্রক। লকডাউনের সময় থেকে বন্ধ থাকার জেরে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দেশের মেট্রো সংস্থাগুলিকে।
কিছু সর্বভারতীয় সংবাদপত্রে দাবি করা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই দেশজুড়ে ফের মেট্রো পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছে। কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আনতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে মেট্রো চালু হলেও প্রথম ১৫ দিন কেবল সরকারি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যেতে দেওয়া হবে। ধীরে ধীরে অন্যান্য যাত্রীদেরও যেতে দেওয়া হবে। যদিও সে ক্ষেত্রে মেট্রোয় ওঠার আগেই সমস্ত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হবে। মেট্রোরেলের একটি কামরায় ৫০ জনের বেশি যাত্রী উঠতে দেওয়া হবেমা। মেট্রোর কামরার ভিতর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সিটে স্টিকার লাগানোর পরিকল্পনাও করা হয়েছে।
