



#মালবাজারঃ শুক্রবার বন দপ্তরের খুনিয়া রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা মেটেলী ব্লকের জুরন্তী চা বাগান থেকে উদ্ধার করল তিনটি অসুস্থ ময়ুরী। রেঞ্জার রাজকুমার লায়েক জানান খবর পেয়ে জুরন্তী চা বাগানের ২ নং সেকশনে এক জঙলের ঝোপ থেকে অসুস্থ অবস্থায় ময়ুরী তিনটিকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য এদের পাঠান হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পরিচিতি কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।
সুস্থ হলে জঙলে ছেড়ে দেওয়া হবে। আজকাল বিভিন্ন চা বাগানে প্রচুর ময়ুর বা ময়ুরী দেখতে পাওয়া যায়। বিশেষ করে জঙল সংলগ্ন চা বাগানগুলিতে। বিকাল বেলা ট্রেনে শিলিগুড়ী থেকে আসার সময় গুলমা ও সেভকের মাঝখানে প্রচুর ময়ুর ময়ুরী দেখতে পাওয়া যায়। কেননা রেল লাইন ঘেষে রয়েছে মহানন্দা অভয়ারন্য। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এরকম ময়ুর ও ময়ুরী দেখতে পাওয়া যায়।
