



#নিউজ বৃত্তান্তঃ প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনোরকম পরিবর্তন নেই। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখনও কোমায় আছেন তবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাকে। বেশ কিছুদিন আগে প্রণব মুখোপাধ্যায় পড়ে গিয়ে মাথায় চোট পান। রক্ত জমাট বাঁধে তার মাথায়। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলো জানা যায় তিনি করোনা পজিটিভ।
এরপরই তার মাথায় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয় চিকিৎসার জন্য। ধিরে ধিরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। একসময় সুস্থ হয়ে ওঠেন, আবার কোমায় চলে যান। এখনও তিনি কোমায় আছেন। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে উনার চিকিৎসা চলছে।
