



#নিউজ বৃত্তান্তঃ চীনকে আরও বেশি কোণঠাসা করতে এবার ৪৪ টি “বন্দে ভারত” ট্রেনের বরাত বাতিল করল রেল। শুক্রবার টুইট করে রেলমন্ত্রক জানায়, মাঝারি-উচ্চ গতির ৪৪টি “বন্দে ভারত” ট্রেনের টেন্ডার বাতিল করা হয়েছে। সংশোধিত পাবলিক প্রকিওরমেন্ট নীতি মেনে মেক ইন ইন্ডিয়া-র অগ্রাধিকার অনুযায়ী এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশিত হবে। এই বরাত বাতিল করে চীনের প্রতি একপ্রকার কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করল কেন্দ্র। এ’থেকে বলাই যায় একদিকে চীন যেমন বাণিজ্যিক ভাবে ধাক্কা খেল অন্যদিকে মেক ইন ইন্ডিয়া দিকে একধাপ এগোলো ভারত।
