



#কলকাতাঃ বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ নিয়ে রাজ্যপালের দারস্থ সৌমিত্র খাঁ। যুবমোর্চার রাজ্য সভাপতি শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। তারপর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের সাংসদ বলেন বিশ্বভারতীতে আগেও বহু জমি দখল হয়েছে। ফের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দলের ঘনিষ্ঠরা। তাই এব্যাপারে যুবমোর্চা রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের দারস্থ হয়েছি।
পাশাপাশি রবীন্দ্রভারতী কান্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন সব অভিযুক্তদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জেলা পুলিশকে তাদের গ্রেফতার করতে হবে। নাহলে রাজ্য যুবমোর্চা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দিলেন সৌমিত্র খাঁ।
