



#উজ্জ্বল হোড়: দেশের রাজধানীতে তলব করা হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডদের, সূত্রের খবর, দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্ক এলাকা থেকে আই সি এস এক সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি স্পেশাল টাক্সফোর্স, ধৃত জঙ্গির অবস্থানে খোঁজ মেলে ইম্প্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি), এর পরেই আরো কঠোর করা হয় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা, ধৃত আই এস আই এজেন্টের ডেরা সংলগ জায়গা ইতিমধ্যে ঘিরে ফেলেছে এন এস জি কমান্ডো বাহিনীর সদসরা বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গিয়েছে।
