



#কলকাতাঃ গার্ডেনরিচ ফ্লাই ওভারের নিচে মেয়র ফিরহাদ হাকিম নিম বৃক্ষ রোপন করতে এসে নির্বাচন কমিশনের নতুন নিয়মাবলী নিয়ে বলেন, নির্বাচন কমিশনের যে বিধি নিয়েছে সেটা নিয়ে তার বক্তব্য প্রত্যেকটা দলের সঙ্গে নির্বাচন কমিশনের আলাপ-আলোচনা করে তবে নির্বাচন বিধি নির্ধারণ করা উচিত ছিল। মেডিকেল কিট নিয়ে রাজ্যপালের ট্যুইট সম্পর্কে ববি হাকিমের বক্তব্য রাজ্যপালের মানসিকতাই হচ্ছে কন্সপিরেসি মানসিকতা।
রাজ্যে সব ভালো ভাবে চলছে উনি এখন টুইটার রাজ্যপাল হয়ে গেছেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে দিক মন্ত্রিসভাকে দিক কিন্তু উনি সেসব না করে শুধু ট্যুইট করছেন দিলীপ ঘোষ যা করছে রাজ্যপালের ঠিক তাই করছেন। উনি দিলীপ ঘোষের রিপ্রেজেন্টেটিভ না বাংলার রিপ্রেজেন্টেটিভ সেটা নিয়েই এখন প্রশ্ন।
