



#কলকাতাঃ করোনার লড়াইয়ে সরঞ্জাম কেনায় রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন দিলীপ ঘোষ। শনিবার বিধাননগরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, করোনার সময় হাসপাতালগুলির জন্য অনেক সরঞ্জাম কেনা হয়েছে। যা নিয়ে দূর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কোনো রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়া সরঞ্জাম কেনা হয়েছে। ব্যক্তিগত সুপারিশের মাধ্যমেই সমস্ত কিছু কেনা হয়েছে।
এতে তৃণমূলের কয়েজনের লাভ হয়েছে। প্রসঙ্গত, করোনার সময় মাস্ক, গ্লাভস ও পিপিই কেনা নিয়ে দূর্নীতির গন্ধ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত কমিটিতে রাখা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন সবটাই শাসক দলের ইন্ধনে হয়েছে। মুখ্যমন্ত্রীর আগে দেখা উচিত ছিল বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।
