



দার্জিলিংঃ প্রতিনিয়ত সময় যত বাড়ছে ততই পাহাড়ে শক্তি বৃদ্ধি হচ্ছে হিল তৃণমূলের। প্রতিদিনই পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসকদলের যোগদানের পর্ব লেগেই রয়েছে। একইভাবে আজও দার্জিলিংয়ের জোর বাংলা সুখিয়াপোখ্রি ব্লকের অন্তর্গত পুসিংবাং চা বাগান এলাকার ৬০ টিরও বেশি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করল হিল তৃণমূলে।
এদিন দলের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং বিধানসভা কেন্দ্রের হিল তৃণমূলের কো-অর্ডিনেটর এন বি খাওয়াস। এছাড়া উপস্থিত ছিলেন হিল তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। দলে যোগদানকারীরা জানিয়েছেন এলাকায় যাতে আরো বেশি করে উন্নয়ন হয় সেই জন্য তারা হিল তৃণমূলে যোগদান করেছে।
