



ইসলামপুর: রবিবার ইসলামপুর মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নীলকমল দাস এর স্মরণ সভা অনুষ্ঠিত হলো। ইসলামপুর মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভায় এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগারওয়াল, তৃণমূল কংগ্রেসের ইসলামপুর টাউন সভাপতি মানিক দত্ত সহ বিভিন্ন দলের নেতৃত্ব ও এলাকাবাসী। এদিন সমবেতভাবে সবাই নীলকমল দাসকে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, ইসলামপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে নীল কমল দাসের বাড়ি।
গত ১৪ আগস্ট শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানান, তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও বটে। এলাকার ক্রিড়া চর্চা সহ অন্যান্য বিষয়েও তিনি আগ্রহী ছিলেন। তার এই মৃত্যুতে মিলন পল্লী বাসী তাদের যেন অভিভাবককে হারালো এবং এতে দলের যথেষ্ট ক্ষতি হলো। এখন থেকে তার নীতি ও আদর্শ মেনেই চলার কথা জানিয়েছেন তিনি।করোনাতে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
