



ইসলামপুর: বিগত লোকসভা নির্বাচনের সময়ে নাগরিকত্ব বিল নিয়ে উদ্বাস্তু অধ্যুষিত এলাকার বাসিন্দাদের ভুল বোঝানো হয়েছে কৌশলে।উদ্বাস্তুরা যাতে আর এমন ষড়যন্ত্রের শিকার না হন সে বিষয়ে রাজ্যের সমস্ত জেলাতে তাদের নিয়ে সভা করা হচ্ছে। রবিবার ইসলামপুর সূর্যসেন মঞ্চে তৃণমূল উদ্বাস্তু সেলের উত্তর দিনাজপুর জেলা কর্মী সভায় যোগ দিতে এসে এমনই বলেন সংগঠনের রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য। এদিন সংগঠনের জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার প্রশাসক ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এর নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজ্য সভাপতি আরও জানান, রাজ্যের উদ্বাস্তু এলাকাগুলি থেকে গত লোকসভা নির্বাচনে আঠারোটি আসন হাতছাড়া হয়েছে। আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য এখন থেকেই জেলায় জেলায় সভা করে আসল তথ্য তুলে ধরা হচ্ছে সকলের কাছে। এবং সংগঠনকে মজবুত করতে নতুন করে তৈরি হচ্ছে জেলা কমিটি। এদিন ওই সভায় স্বরূপানন্দ বৈদ্যকে চেয়ারম্যান করে সভাপতি ভগীরথ দাস, কার্যকরী সভাপতি পার্থ সরকার এবং প্রদীপ পালকে সম্পাদক করে মোট এগারো জনের কার্যকরী কমিটি এবং একান্ন জনকে নিয়ে জেলা কমিটি গঠন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি চলছে রাজ্য জুড়ে।
