



নিউজ বৃত্তান্তঃ দীর্ঘদিন চিকিৎসার পর অবশেষে করোনা-মুক্ত অমিত শাহ।অমিত শাহ এদিন ট্যুইট করে নিজেই করোনা নেগেটিভের কথা জানান।তিনি ট্যুইটে সকল চিকিৎসক থেকে শুরু করে যারা তার এই করোনা যুদ্ধে সামিল ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।আপাতত চিকিৎসকের পরামর্শ কিছুদিন হোম আইসোলেশনে থাকতে হবে তাকে।
