News Britant

করোনা সংক্রমণ রুখতে হেমতাবাদে মহরম মেলা না করার সিদ্ধান্ত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হেমতাবাদঃ করোনা আবহে জমায়েত এড়াতে মহরম মেলা না করার সিদ্ধান্ত নিল হেমতাবাদের মহরম কমিটি গুলি। রবিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেমতাবাদ বিডিও অফিসে অনুষ্ঠিত মহরম নিয়ে প্রশাসনিক বৈঠকে মেলা না করার সিদ্ধান্তের কথা জানাল মহরম কমিটি গুলি।

হেমতাবাদ ব্লকে প্রতি বছর পাঁচটি মহরম মেলা হয়। মেলাকে কেন্দ্র করে শোভাযাত্রা যাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা আবহে জমায়েত না করার সরকারি নির্দেশ থাকায় মহরম মেলা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে মহরম কমিটি গুলি।

রবিবার হেমতাবাদ বিডিও অফিসের সভাকক্ষ্যে হেমতাবাদ থানার ওসি দিলিপ রায়, জয়েন বিডিও আবীর দত্ত, বিভিন্ন মহরম কমিটির সসদ্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক শেষে মহরম উপলক্ষ্যে জমায়েত না করা ও মহরম মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে হেমতাবাদের মহরম কমিটি গুলি বলে জানিয়েছেন হেমতাবাদ থানার ওসি দিলিপ রায়।

 

 

News Britant
Author: News Britant

Leave a Comment