News Britant

খুলে গেলো তারাপীঠ, কী কী থাকছে নিয়মবিধি দেখে নিন এক নজরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#বীরভূমঃ আজ থেকে খুলে গেলো  তারাপীঠে মা তারার মন্দির। ১লা আগস্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারাপীঠের মন্দির। করোনা আবহের জেরে ৯৩ দিন পর রথের দিন সব রকম নিয়ম মেনে খোলা হয়েছিলো মন্দির। আবার বীরভূমে করোনা সংক্রমণ বেশি হওয়ায় ১লা অগাস্ট থেকে বন্ধ ছিলো মা তারার মন্দির। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে  ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার পর আজকে খুললো মা তারার মন্দির।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান স্বাস্থ্যবিধি উপর জোর দেওয়া হয়েছে তিনটি মূল গেটের সামনে টানেল মেশিন লাগানো হয়েছে, এছাড়াও সকলকে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সকল দর্শনার্থীদের তাপমাত্রা মাপা হবে তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment