



#মালবাজারঃ কয়েকদিন বাদে আবার মাল পৌর এলাকায় নতুন করে সংক্রমিত হলো ৪ জন। এদের মধ্যে দুইজন বৃদ্ধ ও দুইজন যুবতী। পৌরসভার স্বাস্থ্য দপ্তর থেকে জানাগেছে, রবিবার সন্ধ্যায় এদের রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমিতদের বাড়ি শহরের ৫, ১১ও ১৩ নম্বর ওয়ার্ডে। পৌরসভার স্বাস্থ্য কোওর্ডিনেটর সুপ্রতিম দাস জানান, ১৩ নম্বর ১ জন বৃদ্ধ ও ১ যুবতী সংক্রামিত হয়েছে। ১১ নম্বর ১ জন বৃদ্ধ ও ৫ নম্বর ওয়ার্ডে এক যুবতী রয়েছেন। যুবতীরা হাসপাতাল কর্মী। বৃদ্ধদের ১ জনের শ্বাসকষ্ট থাকায় তাকে সারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের উপসর্গ না থাকায় সেফ হোমে পাঠানো হয়েছে। এনিয়ে পৌর এলাকায় মোট সংক্রামিত ১৫৯ জন। সুস্থ হয়েছে ১৩৭ জন। একটিভ ১৯। মৃত্যু ৩জন। অপর দিকে শহরের ৪ নম্বর ওয়ার্ডের এক ব্যাক্তি কয়েকদিন আগে করোনা সংক্রামিত হন। সেফ হোমে রেখে তার চিকিৎসা শুরু হয়। সুস্থ হয়ে উঠেছিলেন। ছেরে দেওয়ার কথা ছিল। হটাৎ শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে কাওয়াখালির সারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে কর্তব্যরত ডাক্তাররা স্থানান্তর করতে পরিবারকে বলে। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানাগেছে। দেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেয় সারি হাসপাতালের কর্তৃপক্ষ। কয়েকদিন বাদে আবারও সংক্রমণ ধরা পড়ায় শহরে চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে।
