



দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ : করোনা আবহেও নিরন্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন সাংবাদিকেরা। পাশাপাশি অতিমারিতে জীবনের ঝুঁকি নিয়ে সংক্রমণ প্রতিরোধে নিরন্তর লড়াই করে চলেছেন পুরসভার চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলররা। রায়গঞ্জ পুরসভার পৌর কর্মচারী সংগঠন আইএনটিটিইউসি’র পক্ষ থেকে এই সমস্ত করোনা যোদ্ধাদের সম্মান জানানো হল। শুক্রবার রায়গঞ্জের বিধান মঞ্চে এই করোনা যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সংগঠনের পক্ষ থেকে পুরসভা পরিবারের প্রধান তথা পুরপতি সন্দীপ বিশ্বাসকে করোনাযোদ্ধা হিসেবে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। উপ পুরপতি অরিন্দম সরকার সহ পুরসভার ২৬ টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। এরই পাশাপাশি ভয়াবহ পরিস্থিতিতেও ঘটনাস্থলে ছুটে গিয়ে খবর সংগ্রহ করা ও করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য রায়গঞ্জের সাংবাদিকদের করোনা যোদ্ধার সম্মান জানিয়ে সম্বর্ধনা প্রদান করে পুরসভার কর্মচারী সংগঠন আইএনটিটিইউসি।
