



#নিউজ বৃত্তান্তঃ বিধানসভা ভোটের আগে নারদ কান্ডে তৎপর হল ইডি। মুকুল রায়, তৃণমূলের শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায় এবং এসএমএইচ মির্জাকে নোটিশ ধরালো ইডি। নোটিসে এই ৫ জনকে তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ানের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে। স্বাভাবিক ভাবে বিধানসভা ভোটের আগে এই নোটিশ তৃণমূল শিবিরকে অস্বস্তিতে ফেলবে তা বলাই যায়। অন্যদিকে মুকুল রায় বিজেপিতে থাকলেও তদন্তের হাত থেকে রেহাই নেই যা বিজেপিকেও ভাবাবে বলে মনে করা হচ্ছে।
