



#সাহেব, সাগরপাড়া (মুর্শিদাবাদ): আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া থেকে ৪৭০ বোতল অবৈধ কফ সিরাপ ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানা এলাকায়। ধৃতদের নাম আজগর শেখ(৪৫) ও ভাসান মল্লা। ধৃতদের বাড়ি একজনের সাগরপাড়া থানা এলাকায় ও অপর জনের বাড়ি জলঙ্গি থানা এলাকায়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ রবিবার রাতে নাকা তল্লাশি চালানোর সময় একটি টোটো গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালে তা থেকে ৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত টোটো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
