News Britant

Friday, December 9, 2022

করোনার হানা দেবের বাড়িতে, আইসোলেশন গেলেন অভিনেতা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ এবার করোনার উঁকিঝুঁকি দেবের বাড়িতে। অভিনেতা, সাংসদ দেবের ম্যানেজার উত্তমের করোনা রিপোর্ট পজিটিভ আসায় নিজে থেকেই আসোলেশনে গেলেন দেব। এই খবর দেব নিজেই ট্যুইট করে জানিয়েছেন। তিনি জানান, “আমার বাড়ির ম্যানেজার উত্তমের করোনা পজিটিভ। উত্তমের কোনোরকম করোনা উপসর্গ নেই তবু ১৪ দিনের জন্য আমরা নিজেদের কোয়ারান্টাইন করলাম এবং ভয় পাওয়ার মত কোনো কারন নেই।”

News Britant
Author: News Britant

Leave a Comment