



#রায়গঞ্জঃ দীর্ঘ দিন ধরে বেহাল ও চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের কসবা ২ নম্বর গেট এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ শহরে যাওয়ার একমাত্র রাস্তার বেশ কিছু অংশ, বারবার প্রশাসনের নজরে এনেও এই বেহাল রাস্তা সংস্করণের বিন্দু মাত্র উদ্যোগ নেয়নি প্রশাসন।
তাই বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে, টায়ার জ্বালিয়ে আন্দোলনে নামতে হয়েছে তাদের।রায়গঞ্জ শহর সংলগ্ন মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের কসবা ২ নম্বর গেট থেকে দেবীনগর বেলতলা মোড় পর্যন্ত প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে দীর্ঘদিন পড়ে থাকায় এলাকার ব্যবসা-বানিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অসুবিধা হচ্ছে। ফলে ক্ষুদ্ধ ব্যবসায়ী থেকে এলাকার বাসিন্দারা। তাই এদিন সকালে টায়ার জ্বালিয়ে বাঁশের ব্যারিকেড করে পথ অবরোধ বিক্ষোভ দেখান স্থানীয়রা।
