



#নিউজ বৃত্তান্তঃ নতুন বিদেশ নীতিতে ভারতকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে পরিষ্কার জানিয়ে দিলেন শ্রীলঙ্কার বিদেশসচিব জয়নাথ কলম্বাজ। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যখন নিম্নমুখী তখন শ্রীলঙ্কার এভাবে পাশে দাঁড়ানো ভারতের কাছে একপ্রকার ইতিবাচক দিক। ব্যবসায়ীক ভিত্তিতে ধিরে ধিরে শ্রীলঙ্কার উপর আধিপত্য বাড়াতে চাইছে চীন এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কা। ডেইলি মিরর-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারে শ্রীলঙ্কার বিদেশসচিব বলেন, ‘ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো কৌশল নেবে না শ্রীলঙ্কা৷” তিনি আরও জানিয়েছেন, দেশের নিরাপত্তাজনিত স্বার্থে ভারতকে অগ্রাধিকার দেবে শ্রীলঙ্কা।
